পাখির গান ডিকোড করবে সফটওয়্যারঃ
সম্প্রতি জার্নাল পিয়ারজে-তে প্রকাশিত
এক নতুন প্রতিবেদনে জানা যায় , পাখির গান ডিকোড করার একটি নতুন সফটওয়্যার ডেভেলপ
করেছেন বিজ্ঞানীরা। প্রতিটি পাখির গান ডিকোড করতে সফটওয়্যারটিতে আগে থেকেই বিভিন্ন পাখির শব্দ রেকর্ড করা থাকবে। প্রতিবেদনের প্রধান লেখক বিবিসিকে
দেওয়া এক সাক্ষাৎকারে জানায়, তিনি একটি
কম্পিউটার সিস্টেমকে এমন ভাবে তৈরি করেছেন যেখানে একাধিক পাখির গান থেকে নির্দিষ্ট পাখিটিকে সনাক্ত করতে পারবে
সফটওয়্যারটি। 'ফিচার লার্নিং' পদ্ধতির মাধ্যমে একটি বিশেষ এলগরিদম ব্যবহার করে এই
স্বয়ংক্রিয় প্রক্রিয়াটি সম্পন্ন হবে।
ব্রিটিশ লাইব্রেরী সাউন্ড আর্কাইভে সংরক্ষিত পাখিদের সহ প্রায় একশ পাখির শব্দ নিয়ে একটি ডাটাসেট তৈরি করা হয়েছে সফটওয়্যারটিতে। ডক্টর স্টোয়েল বলছেন, 'পাখির গান অনেক
জটিল। বিশেষ করে সহজ শব্দ গুলোই সবচেয়ে জটিল হয়। কেননা একটি শব্দ থেকে আরেকটি শব্দ প্রায় কাছাকাছি ।'
তুমি যদি জঙ্গলে যাও হাজারো পাখির ডাক
শুনবে। আমরাও এমন একটি এপ্লিকেশন তৈরি করতে
যাচ্ছি ।ডক্টর স্টোয়েল বর্তমানে গোল্ডফিঞ্চ প্রজাতির পাখিদের নিয়ে গবেষনা করছেন।
তিনি আরো বলেন, 'যদিও যথাযথ ভাবে পাখিদের গান সনাক্ত করা অতটা
সহজ নয়। তবু ও আমরা চেষ্টা করছি। এ
প্রক্রিয়া আমাদের আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে। '
খবরঃ বিবিসি।
-------------------------------------------------------------
৫২০ মিলিয়ন বছরের পুরানো মস্তিষ্কঃ
পৃথিবীর
সবচেয়ে পুরানো মাংস ভূক প্রাণীর
মস্তিষ্কের ফসিল খোঁজে পেয়েছেন
বিজ্ঞানীরা। নতুন প্রজাতির এই প্রানীটির নাম করা হয়েছে 'লাইরেরেপাক্স' যা
২০১৩ সালে চীনের ইউনান প্রদেশে খোঁজে পায় বিজ্ঞানীরা। ফসিলটি পরীক্ষা নীরিক্ষা করের বিজ্ঞানীদের ধারণা প্রায় ৫২০ মিলিয়ন বছর পুরানো এটি।
অনুসন্ধানে আরো জানা যায় এ পর্যন্ত
আবিষ্কৃত শিকারি প্রাণীর মস্তিষ্কের
গঠনের চেয়ে এর গঠন অনেকটা সরল। বিজ্ঞানীরা আরো ধারনা করেন প্রানীটি সে সময়ে সবচেয়ে হিংস্র মাংসাশী প্রাণী ছিলো যাদেরকে 'এনমেলিকারিডিদস' হিসেবে
চিহ্নিত করা হত। বিলুপ্ত আর্থ্রোপোডা
পর্বের এই প্রাণীটির ফসিল উনিশ শতকের দিকে প্রথম আবিষ্কৃত হয়েছে। খবরঃ বিবিসি
---------------------------
টরন্টো ঘুরে গেলেন
স্বপন

এসেছেন নিউ ইয়র্কে।
এই ফাঁকে গত বারের মতো এবারো ঘুরে গেলেন কানাডায়, ১৫ জুলাই থেকে ১৮ জুলাই।
স্বপন জানালেন, নিউ ইয়র্কে তারা
আগামী সেপ্টেম্বরে আইটি মেলা করবেন। তাই পূর্ব প্রস্তুতির জন্য আসা। যে মেলা
উদ্বোধন করার কথা প্রধান মন্ত্রি শেখ হাসিনা। পরবর্তীতে টরন্টোতেও আইটি মেলার
পরিস্থিতির খোঁজ খরব নিলেন।----------------
চার পাখা বিশিষ্ট ডাইনাসোরঃ
সম্প্রতি চার পাখা বিশিষ্ট সবচেয়ে
বড় ডাইনাসোর ফসিল খোঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। চীনের বোহাই বিশ্ববিদ্যালয়ের একদল
বিজ্ঞানীরা এ ফসিল আবিষ্কার করেন। পা থেকে লেজ পর্যন্ত ১৩২ সেমি দীর্ঘ পাখিটি এ
পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় ডাইনাসোর পাখি।
লেজের গোরার দিকে অবস্থিত বিষেশ পাখাটি অন্যান্য পাখিদের চেয়ে প্রায় প্রায়
৩০ সেমি দীর্ঘ। লেজের গোরার দিকে অবস্থিত এই
বিষেশ পাখাটি নীচ থেকে উপরের দিকে উঠা
নামা করতে সাহায্য করে বলে বিজ্ঞানীদের ধারণা।
------------------------------
আসছে মানুষের মত রোবটঃ পিপার
প্রদর্শিত হলো মানুষের মতো আবেগ অনুভূতি সম্পন্ন
নতুন রোবট পিপার। ‘পিপার’ নামক এই নতুন
রোবটটি তৈরি করেছেন জাপানিজ ফার্ম সফটব্যাঙ্ক। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে এতে
এক ধরনের ‘ইমোশনাল ইঞ্জিন’ প্রতিস্থাপন
করা হয়েছে যা তাকে একজন মানুষের মতো আবেগ অনুভূতিতে সাড়া দিতে সাহায্য করে। এক
লক্ষ আটানব্বই হাজার জাপানিজ ইয়েন(১,৯৩০ ডলার; ১,১৫০ পাউন্ড)
মূল্যের এই রোবটটি অবিকল মানুষের মতোই বিভিন্ন কাজে অংশগ্রহণ এবং তার আশেপাশের
মানুষজনের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারবে। সফট ব্যাঙ্ক কম্পানির প্রধান নির্বাহী
মাসায়শি সন সংবাদ সন্মেলনে জানিয়েছেন, আবেগ কিংবা
অনুভুতির ঘাটতি কম হলে লোকজন একে অপরকে রোবট বলে থাকে। ইতিহাসে আমরাই এই প্রথম
কোনো রোবটকে বানিয়েছি যা মানুষের মতোই আবেগ অনুভূতিতে সাড়া দিতে সক্ষম
-------------------------
টমেটো থেকে তৈরি হবে প্লাস্টিক

আসছে ব্লুটুথ আংটি 'রিংলি'
প্রযুক্তি জগতে আসছে নতুন পণ্য। এখন থেকে মোবাইলে
আগত কল কিংবা ম্যাসেজের সংকেত দেবে আঙ্গুলে পরিহিত ছোট্ট আংটি ‘রিংলি’। পেশাজীবি ব্যস্ত নারীদের বিশেষ সুবিধার কথা মাথায়
রেখে তৈরি করা হয়েছে এই বিশেষ আংটি। খবর সিটিভিনিউজ’র। ১৮ ক্যারট স্বর্ণ ও তুলনামূলক কম মূল্যবান পাথর
দিয়ে তৈরি আংটিটি ব্লুটুথের মাধ্যমে ব্যক্তিগত মোবাইল ফোনের সঙ্গে সংযুক্ত থাকবে।
মোবাইলে কোনো কল কিংবা মেসেজ আসার সঙ্গে সঙ্গে কম্পন অথবা আলোর মাধ্যমে সংকেত দেবে
ছোট আংটি রিংলি। দূরত্ব অনুযায়ী রিংলিকে সংযুক্ত করতে আইফোন কিংবা অ্যান্ড্রয়েড
নির্দিষ্ট অ্যাপসের সুবিধাও দেবে কোম্পানিটি। রিংলির সহকারি প্রতিষ্ঠাতা ও এসইও
ক্রিস্টিনা মারকান্ডো বলেছেন, আমাদের
লক্ষ্য হচ্ছে নারীদের জন্য এমন একটি পণ্য তৈরি করা যা দেখতে নান্দনিক ও ব্যবহারের
উপযোগী হবে। তিনি আরও বলেন আমরা বিশ্বাস করি ভবিষ্যতে রিংলির মত এরকম অনেক প্রযুক্তি
পণ্য আমাদের দৈনন্দিন কাজকে আরও সহজ করে দেবে। ইনকামিং কল কিংবা মেসেজের পাশাপাশি
আংটিটিতে স্ন্যাপচ্যাট, টুইটার, পিন্টারেস্ট, ফেসবুক, ভাইন, ইন্সটাগ্রাম ইত্যাদি সামাজিক সাইটের নোটিফিকেশন
অ্যালার্টের সুবিধাও পাবে রিংলি ব্যবহারকারিরা। এবং অদূর ভবিষ্যতে প্রযুক্তির নতুন
নতুন আরও অনেক সুবিধাও এতে যুক্ত হবে বলে জানিয়েছে ক্রিস্টিনা মারকান্ডো। ৬-৭-৮
আকার বিশিষ্ট প্রথম চারটি আংটি তৈরি হবে কালো পাথর, স্বচ্ছ চকচকে পাথর, গোলাপী পান্না, নীলরত্ন পাথর দিয়ে। যার মূল্য হবে ১৪৫ ডলার থেকে
১৯৫ ডলার।
-------------------------------
গুগলে পর্ণো বিজ্ঞাপন নিষিদ্ধ
এখন থেকে গুগলে পর্ণোগ্রাফি বিজ্ঞাপন নিষেধ! ওয়েব জায়ান্ট গুগলের বিজ্ঞাপন নেটওয়ার্ক ‘অ্যাড’ওয়ার্ডস’ এর নতুন নীতিমালায় নিষিদ্ধ করা হয়েছে সবধরনের পর্ণো বিজ্ঞাপন। অ্যানিমেটেড পর্নও এই নীতিমালার আওতায় পড়বে।
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন নীতিমালা সম্পর্কে বিজ্ঞাপন দাতাদের জুন মাসেই ইমেইলের করা হয়েছিল বলে জানিয়েছে গুগল। তবে বিজ্ঞাপন দাতাদের বক্তব্য, গুগলের এই পদক্ষেপে অপ্রস্তুত অবস্থায় পরেছেন তারা।
সার্চ জায়ান্ট গুগলের আয়ের আসল উৎস বিজ্ঞাপন। সর্বশেষ প্রান্তিকে শুধু বিজ্ঞাপন থেকেই প্রায় ১৩৮ কোটি ডলার আয় করেছে গুগল, যা প্রতিষ্ঠনটির মোট আয়ের প্রায় ৯০ ভাগ।
পর্ণোগ্রাফিক বিজ্ঞাপন নিষিদ্ধ করার কারণ প্রসঙ্গে গুগলের এক মূখপাত্র জানান, গুগল নিয়মিত তাদের নীতিমালা হালনাগাদ করে। পর্ণোগ্রাফিক বিজ্ঞাপন সম্পর্কে অনেক আগে থেকেই কঠোর নির্দেশনা দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে, অ্যাড’ওয়ার্ডের মোট কত শতাংশ বিজ্ঞাপন পর্নোগ্রাফিক তা জানাতে অস্বীকার করেন তিনি।
*দ্য বেঙ্গলি টাইমস ডটকমের সৌজন্যে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন