বিল্লাহ মাসুম
কিছু ভার্চুয়াল মনীষী ফেইসবুক-কে 'বদন বই' মলাটে হাটে তুলিয়াছেন। 'বদন' গোছের চওড়া শব্দ মুখের শ্রীবৃদ্ধি
করিবে বলিয়া ঠাহর হয়না। উহার অদ্বিতীয় কারুকার্যখচিত ব্যবহার রবি ঠাকুর জাতীয় সংগীতে
করিয়া রাখিয়াছেন (মা তোর বদনখানি মলিন হলে..)। তাই ফেইসবুক-এর যুত্সই বাঙলা খুঁজিতে
হইলে এর চেতনার আইল দিয়ে হাঁটতে হইবে।
ফেইসবুক-এর ধারণা চিন্তা করিলে আমার দুইটা বাংলা
ছবির নামের কথা মনে পড়িয়া যায়। একটি হইতেছে
প্রথম বাঙলা সবাক চলচ্চিত্র 'মুখ ও মুখোশ'। ফেইসবুক-এর বাজারে 'মুখ' যেমন আছে 'মুখোশ'-এরও সমাহার সেখানে নেহায়েত কম নয়। ভালো ও মন্দ দুই ধরণের
মুখোশ-ই সেখানে পাওয়া যাইবে। ছদ্মনামে যাহারা হিসাব খোলেন তাহারা নকল মুখোশের প্রতিচ্ছবি।
আবার মুখোশের একটা 'স্পিরিট'-ও আছে। যেমন বাঘের মুখোশ পরিয়া আমরা নিজেকে ছাড়াইয়া গিয়া বাঘের শক্তি পাইতে চাহি,
অন্যকে চমকাইয়া দিতে কোশেশ করিয়া থাকি, তেমনি করিয়া ছদ্মনাম ব্যবহার করিয়া অনেকে ফেইসবুক-এর
নীল আসমানে উড়িয়া বেড়াইতে চাহেন, অনেকটা স্বপ্নের আদলে। ইহাদের অবস্থা অনেকটা কাজী
নজরুলের 'জ্বীনের বাদশাহ'র আল্লারাখার মতো। আল্লারাখা বাবরী চুল রাখে, ভুত সাজিয়া সন্ধায়
পুকুরঘাটে 'চাঁনভানু-কে ভয় দেয়, রাইতে সুপারী গাছ হইতে চিঠি ছুঁড়ে মারে, পরিশেষে ব্যর্থ
হইয়া চুল ছোট করিয়া একসকালে গ্রাম ছাড়িয়া চলিয়া যায়। চাঁনভানুদের নীল প্রচ্ছদ পড়ে থাকে শব্দহীন।
দ্বিতীয় যে বাঙলা ছবির নামটা ফেইসবুক-এর চেতনা ধারণ
করিয়া আছে তাহা হইলো 'আয়না ও অবশিষ্ট'। এই ছবির একটা কালজয়ী গানের কথা আমাদের স্মরণ
করিতে হইবে: "আকাশের হাতে আছে একরাশ নীল"। কে জানে ফেইসবুক-এর প্রচ্ছদের
নীল রঙটা এই গানের থীম প্রসূত কিনা। জুকারবার্গ তাহা স্বীকার করিবেন কোন দুঃখে? ইহা
যদি আমার প্রগলভতা মনে করিয়া থাকেন, তবে একথা তো অস্বীকার করা যাইবে না যে, ফেইসবুক-এর
আয়নায় নিজের তো বটেই, 'অবশিষ্টের'-ও প্রতিচ্ছবি দেখিতে পাওয়া যায়! সমাজ, রাষ্ট্র, কিংবা
বড় বড় মানুষের প্রতিচ্ছবি। স্পর্শের বাইরের মানুষগুলোকে নীল প্রচ্ছদে কত কাছের মনে
হইতে থাকে! কিন্তু তাহারা বন্ধু বার্তা নিগ্রহ করিয়া 'তোমার-আমার' ব্যবধান স্মরণ করিয়া
দিতে কার্পণ্য করেন না। বাস্তবের আয়না আর ফেইসবুক-এর আয়না-র পার্থক্য বেরসিকভাবে বিপরীতধর্মী।
বাস্তবিকের আয়নার নীতি হইলো: "Objects in the mirror are closer than they
appear". আর ফেইসবুক-এর আয়নার নীতি হইলো: Objects in the facebook are far
than the appear"!
তবুও বলি আমাদের 'বুক' ভরা ভালোবাসা দরকার, মুখ দেখিবার
জন্য আরো আলো প্রয়োজন নিদারুণ----"আসতে দাও হাওয়া, উঠুক ভরে বুক, রোদের আরশীতে
দেখতে দাও মুখ"!
-----------------
===============
এ জীবন রেখে আর কি হবে?
আনলাকি ব্রাজিলকে বিধ্বস্থ করে লাকি সেভেন গোল দিয়ে অবিশ্বাস্য এক ইতিহাসের জন্ম দিলো জার্মানি। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলিয়ান, কোটি ভক্তদের চোখের জলে ভাসিয়ে ফাইনালে উঠে গেল হারামি হিটলারের দেশ জার্মানি।
শুধু তাই নয়; বিশ্বকাপ স্বপ্ন দুমড়ে-মুচড়ে দিয়ে একাধিক রেকর্ড করে ফাইনালের টিকিট পেল জার্মানরা। তারা স্বাগতিক ব্রাজিলকে ৭-১ গোলে চমক দেখালো। এই ম্যাচে ১ গোলের সুবাদে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার খাতায় নিজের নামটি এককভাবে লিখে নিয়েছেন জার্মান তারকা স্ট্রাইকার ক্লোসা। এটি তার বিশ্বকাপের ১৬তম গোল। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন ব্রাজিলের সাবেক স্ট্রাইকার রোনাল্ডো।
=========
মিরপুরের অবাঙালিদের উপর অপমানবিক আচরণ কাম্য নয়
বিহারী বা পাকিস্তানি নাগরিকদের আশ্রয় ক্যাম্প সমূহের সীমারেখা সমূহের
স্পস্টতা নির্ধারন হওয়া জরুরী। এটা একটি মানবিক বিষয়। আর বাংলাদেশ সরকারের দায়িত্ব
তার নাগরিকদের স্বাচ্ছন্দ নিশ্চত করা এবং আইসমূহের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা…
মানবিকতা; রাস্ট্র, আইন, দায়ীত্বশীলতা বিবর্জিত কোন বিষয় নয়, আশা করি সকলে
রাস্ট ও আইন বুঝে দায়ীত্বশীল আচরণ করবেন বা প্রতিক্রিয়া দেখাবেন।(রাজধানীর মিরপুরের কালশীতে আটকে পড়া পাকিস্তানিদের ক্যাম্পে সংঘর্ষে ১০ জন নিহত হয়েছে।) এ প্রসঙ্গে বাংলাদেশস্থ গণমাধ্যমসমূহ যথাযথ ভাবে ‘বাংলাদেশী’ গনমাদ্যমের
দায়ীত্ব পালন করবে বলে আশা করছি…
-নাজিব তারেক
ছবিঃ বিডি নিজউ ২৪
=======================================
মনে হয়, ধীরে ধীরে ছায়াই আসল হয়ে উঠছে!
আমি তার নিষ্কর্মা প্রচ্ছায়া!
-ফরিদ কবির
মানুষ আপনাকে ধন্যবাদ। অনেক করলেন এই
দুনিয়ার জন্য। কিন্তু হাজার বছর আগে পিঁপড়ায় কামড়াইলে যেভাবে কোঁ-কোঁ করতেন এখনো
তাই করেন। আপনি অনেক এগিয়ে গেছেন। ধন্যবাদ আপনারই প্রাপ্য। অন্য প্রাণীতো ধন্যবাদ
বুঝে না।–
-জুয়েল মোস্তাফিজ
=======================================
কবি বারীন ঘোষাল বিপদে আছেন। তার ফেইস বুকের একাউন্ট থেকে আবারো কে বা কারা ভাইরাস ছড়াচ্ছে। আর তিনি বার বার বন্ধুদের কাছে স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিচ্ছেন, 'আবার ভাইরাস। সাবধান ভাইসব। আমি কিছুই পাঠাইনি। হঠাৎ রিপোর্ট পেলাম আমার নামে ভাইরাস যাচ্ছে। খুলোনা কিন্তু।...
...ভাইরাস ঘুরে বেড়াচ্ছে। তারা অ্যাটাক করার সময় জিজ্ঞাসা করে না চাই কি না। সাবধান। আমি রাতে যখন মেশিন বন্ধ করে ঘুমোচ্ছি, ওনারা তখন আমাকে বদনাম করে চারপাশে ছড়িয়ে পড়ছে। কতজন অবাক হয়ে আমাকে শত্রু ভাবছে। আই অ্যাম সরি দোস্ত।' এই একই কারণে তিনি আগেও বেশ ক’দিন Facebook থেকে বিরত ছিলেন।
...ভাইরাস ঘুরে বেড়াচ্ছে। তারা অ্যাটাক করার সময় জিজ্ঞাসা করে না চাই কি না। সাবধান। আমি রাতে যখন মেশিন বন্ধ করে ঘুমোচ্ছি, ওনারা তখন আমাকে বদনাম করে চারপাশে ছড়িয়ে পড়ছে। কতজন অবাক হয়ে আমাকে শত্রু ভাবছে। আই অ্যাম সরি দোস্ত।' এই একই কারণে তিনি আগেও বেশ ক’দিন Facebook থেকে বিরত ছিলেন।
=======================================
তোমাকে শীতল করবো বলে
মেঘের কাছ থেকে বৃষ্টি কর্জ করলাম !-
-তুষার আবদুল্লাহ
` 、、.`ـ、ヽ` 、、ヽ `、ヽ`、、ヽ `、ヽ`、`、 ヽヽ、、.`ـ、ヽ` 、`、 ヽヽ、、.`ـ` 、ヽ`、、ヽヽ`、``、、ヽ ` `、 ヽ`、``、`ヽ`、ヽヽヽ、 ヽ`ヽ``、ヽ`বৃষ্টি || ヽ、、ヽ`ヽ``、`、ヽ ``
` 、、.`ـ、ヽ` 、、ヽ `、ヽ`、、ヽ `、ヽ`、`、 ヽヽ、、.`ـ、ヽ` 、`、 ヽヽ、、.`ـ` 、ヽ`、、ヽヽ`、``、、ヽ ` `、 ヽ`、``、`ヽ`、ヽヽヽ、ヽ`বৃষ্টি || 、、ヽ`ヽ``、`、ヽ ``
` 、、.`ـ、ヽ` 、、ヽ `、ヽ`、、ヽ `、ヽ`、`、 ヽヽ、、.`ـ、ヽ` 、`、 ヽヽ、、.`ـ` 、ヽ`、、ヽヽ`、``、、ヽ ` `、 ヽ`、``、`ヽ`、ヽヽヽ、 ヽ`ヽ``、ヽ`বৃষ্টি || 、、ヽ`ヽ``、`、ヽ ``

` 、ヽ`、、ヽヽ`、``、、ヽ ` `、 ヽ`、``、`ヽ`、ヽヽヽ、 ヽ`ヽ``、ヽ`বৃষ্টি || 、、ヽ`ヽ``、`、ヽ ``
` 、、.`ـ、ヽ` 、、ヽ `、ヽ`、、ヽ `、ヽ`、`、 ヽヽ、、.`ـ、ヽ` 、`、 ヽヽ、、.`ـ` 、ヽ`、、ヽヽ`、``、、ヽ ` `、 ヽ`、``、`ヽ`、ヽヽヽ、 ヽ`ヽ``、ヽ`বৃষ্টি || ヽ、、ヽ`ヽ``、`、ヽ ``
` 、、.`ـ、ヽ` 、、ヽ `、ヽ`、、ヽ `、ヽ`、`、 ヽヽ、、.`ـ、ヽ` 、`、 ヽヽ、、.`ـ` 、ヽ`、、ヽヽ`、``、、ヽ ` `、 ヽ`、``、`ヽ`、ヽヽヽ、ヽ`বৃষ্টি || 、、ヽ`ヽ``、`、ヽ ``
` 、、.`ـ、ヽ` 、、ヽ `、ヽ`、、ヽ `、ヽ`、`、 ヽヽ、、.`ـ、ヽ` 、`、 ヽヽ、、.`ـ` 、ヽ`、、ヽヽ`、``、、ヽ ` `、 ヽ`、``、`ヽ`、ヽヽヽ、 ヽ`ヽ``、ヽ`বৃষ্টি || 、、ヽ`ヽ``、`、ヽ ``

বিদেশী অতিথিদের দেওয়া স্বর্ণপদকে স্বর্ণ ছিল না। সুতরাং পদক যারা দেন, তারা এবার সতর্ক।তাই "জাতীয় পরিবেশ পদক"প্রাপ্তদের এবার পদক না দিয়ে দেওয়া হচ্ছে নগদ অর্থ।
যারা স্বর্ণপদকে স্বর্ণের অস্তিত্ব নিশ্চিত করতে পারেন না, তাদের দেওয়া টাকায় জাল টাকা ঢুকে যাবে না, এমন কোনো নিশ্চয়তা নেই।-
-মঈনুল আহসান সাবের
===================
কেউ কেউ আমার কাছে জানতে চায়, আমি "ব্রাজিল" না "আর্জেন্টিনা", নাকি "অন্যকিছু"। ২০-২৫ বছর আগে যখন আমার বোধ ওতটা ছিলোনা, আমিও অন্যের সঙ্গে লাফাতাম- না বুঝেই । কিন্তু এখন কেন আমার কাছে এর জবাব থাকবে? আমার ব্যক্তিগত বা জাতিগত কোন সংশ্লিষ্টতা নাই যেনেও আমি কেন ছাগলের তৃতীয় বাচ্চার মতো আরেক দেশের জার্সি পরে ঘুরে বেড়াবো ? আমি কেন দেখব আরেক দেশের পতাকা আমার বাড়ির ছাদে উঠছে ? আইন করে এসব বন্ধ করা উচিত।
- শাকুর মজিদ
` 、、.`ـ、ヽ` 、、ヽ `、ヽ`、、ヽ `、ヽ`、`、 ヽヽ、、.`ـ、ヽ` 、`、 ヽヽ、、.`ـ` 、ヽ`、、ヽヽ`、``、、ヽ ` `、 ヽ`、``、`ヽ`、ヽヽヽ、 ヽ`ヽ``、ヽ`বৃষ্টি || ヽ、、ヽ`ヽ``、`、ヽ ``
` 、、.`ـ、ヽ` 、、ヽ `、ヽ`、、ヽ `、ヽ`、`、 ヽヽ、、.`ـ、ヽ` 、`、 ヽヽ、、.`ـ` 、ヽ`、、ヽヽ`、``、、ヽ ` `、 ヽ`、``、`ヽ`、ヽヽヽ、ヽ`বৃষ্টি || 、、ヽ`ヽ``、`、ヽ ``
` 、、.`ـ、ヽ` 、、ヽ `、ヽ`、、ヽ `、ヽ`、`、 ヽヽ、、.`ـ、ヽ` 、`、 ヽヽ、、.`ـ` 、ヽ`、、ヽヽ`、``、、ヽ ` `、 ヽ`、``、`ヽ`、ヽヽヽ、 ヽ`ヽ``、ヽ`বৃষ্টি || 、、ヽ`ヽ``、`、ヽ ``
=======================================
মেয়েটি কাঁদছে কেন?
আফ্রিকার মেয়েরা কি বাঙালি নদীর ভাষা জানে?-
-বিশ্বজিত চৌধুরী
=======================================

গত বছর অগাস্ট মাসে 'ড্রাইভার লাইসেন্স'-এর জন্য লিখিত পরীক্ষায় পাশ করে 'পারমিট লাইসেন্স' পেয়েছিলাম । আর আজ রোড টেস্টে পাশ করে 'পার্মানেন্ট লাইসেন্স'-এর অনুমতি পেলাম । আগামী দুই সপ্তাহের মধ্যে 'পার্মানেন্ট লাইসেন্স' হাতে পেয়ে যাবো । এখন আমেরিকার যে কোনো স্টেটে গাড়ি চালাতে আমার আর কোনো বাধা থাকবে না।-
- মজিবুর রহমান খোকা
===============================
বিদেশী অতিথিদের দেওয়া স্বর্ণপদকে স্বর্ণ ছিল না। সুতরাং পদক যারা দেন, তারা এবার সতর্ক।তাই "জাতীয় পরিবেশ পদক"প্রাপ্তদের এবার পদক না দিয়ে দেওয়া হচ্ছে নগদ অর্থ।
যারা স্বর্ণপদকে স্বর্ণের অস্তিত্ব নিশ্চিত করতে পারেন না, তাদের দেওয়া টাকায় জাল টাকা ঢুকে যাবে না, এমন কোনো নিশ্চয়তা নেই।-
-মঈনুল আহসান সাবের
===================
কেউ কেউ আমার কাছে জানতে চায়, আমি "ব্রাজিল" না "আর্জেন্টিনা", নাকি "অন্যকিছু"। ২০-২৫ বছর আগে যখন আমার বোধ ওতটা ছিলোনা, আমিও অন্যের সঙ্গে লাফাতাম- না বুঝেই । কিন্তু এখন কেন আমার কাছে এর জবাব থাকবে? আমার ব্যক্তিগত বা জাতিগত কোন সংশ্লিষ্টতা নাই যেনেও আমি কেন ছাগলের তৃতীয় বাচ্চার মতো আরেক দেশের জার্সি পরে ঘুরে বেড়াবো ? আমি কেন দেখব আরেক দেশের পতাকা আমার বাড়ির ছাদে উঠছে ? আইন করে এসব বন্ধ করা উচিত।
- শাকুর মজিদ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন